নগরী ও সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শুভেচ্ছা বিনিময় করেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ সীমানায় জাতি, ধর্ম, বর্ণ, সংস্কৃতি ও ইতিহাস নির্বিশেষে সবাই সংবিধান অনুযায়ী সমান নাগরিক। যদি সংবিধান আপনাকে সমান অধিকার দেয়, তাহলে সংখ্যালঘু ধারণা সাংঘর্ষিক। এটা হতে পারে না। আমাদের সবাইকে এটি মাথায় রাখতে হবে।
তিনি বলেন, সম্প্রীতির নগরী সিলেটে আমরা সবাই ঐক্যবদ্ধ এবং সিলেটে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশী এবং সিলেটি তাই এই সিলেটের উন্নয়নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।
বৃহস্পতিবার (২ অক্টোবর ) সিলেট সিটি কর্পোরেশন ও সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় কালে তিনি এসব কথা বলেন।
এসময় তার সাথে সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন :মনোনয়ন পেলে সিলেট-৪ কে মাদক ও সন্ত্রাসমুক্ত করবো : এড. জেবুন নাহার সেলিম


