31 C
Dhaka
সোমবার, মার্চ ১৭, ২০২৫

সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার

কোন ধরনের সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার।

আজ সোমবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ আহ্বান জানান।

শফিকুল আলম বলেন, ‘সম্প্রতি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে যে সংঘাত-সংঘর্ষ হয়েছে, সরকার তার প্রতি নজর রাখছে। আমরা ছাত্র-ছাত্রীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।’

প্রেস সচিব আরও বলেন, ‘এ ধরনের সংঘাতের পেছনে কোনো ইন্ধন আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের অন্য যে কোনো অঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে।’

প্রসঙ্গত, ভুল চিকিৎসার কারণে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে রবিবার পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা।

এ ঘটনাকে কেন্দ্র করে আজও যাত্রাবাড়ী এলাকায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীর মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অনেকেই আহত হয়েছেন। এরমধ্যে ১৫ জনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।

এছাড়া, মাদক সেবনকে কেন্দ্র করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীর মধ্যেও রবিবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে।

এনএ/

আরও পড়ুন: অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, সংঘর্ষে দুই পুলিশ আহত
দেখুন: অটোপাশের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থী আটক
বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন