26 C
Dhaka
সোমবার, নভেম্বর ৪, ২০২৪
spot_imgspot_img

সংঘর্ষে মুন্সিগঞ্জ ও মাগুরায় নিহত ৩, আহত শতাধিক

এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন ও ক্ষমতাসীনদের অবস্থান কর্মসূচি ঘিরে সারাদেশে ব্যাপক সংঘর্ষ চলছে। মুন্সিগঞ্জে ইতিমধ্যে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মাগুরায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়ও বিভিন্নস্থানে সাংবাদিকসহ আহত হয়েছে কয়েকশ।

মুন্সিগঞ্জে আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসময় ২ জন নিহত হয়েছে। সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন্। গুলিবিদ্ধ কয়েকজন।

মাগুরায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ  হয়ে আহত এক যুবকের মৃত্যু হয়েছে।এছাড়াও কমপক্ষে ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড় অবরোধ করেছে আন্দোলনকারীর। কয়েক পোষাক কারখানায় হামলা ভাংচুর, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব, জেলা পরিষদ কার্যালয় ও চাষাড়া পুলিশ বক্স হামলা ভাঙচুরের খবর পাওয়া গেছে।

টাঙ্গাইলে ছাত্রলীগের সাথে আন্দোলনকারীদের সংর্ঘষে ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত একজন গুলিবিদ্ধসহ ১০জন আহত হয়েছে। পরে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্যের গাড়ি ভাংচুর করে আগুনে পুড়িয়ে দেয়। 

গাজীপুরের চন্দ্রা এলাকায় ঢাকা টাঙাইল মহাসড়কে শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ।

চট্টগ্রামে থম থমে পরিস্থিতি বিরাজ করছে। চট্টগ্রাম নিউমার্কেট এলাকায় ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে। ২০ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

ঝালকাঠিতে শিক্ষার্থী ও সরকার দলীয় সমর্থকদের মধ্যে দাওয়া পাল্টা দাওয়া টিয়ারশেল নিক্ষেপ, আহত- ১৫।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আওয়ামী লীগ ছাএলীগের কর্মীদের উপর হামলা। লক্ষ্মীপুরে আওয়ামীলীগ-আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে, ককটেল বিষ্ফোরণ ও গুলি।

দিনাজপুরে উত্তাল বিচারপতি এনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের বাড়িতে হামলা পুলিশের গাড়িতে আগুন দিয়েছে বিক্ষোপকারীরা।

সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা আরিচা মহাসড় আটকে দিয়েছে শিক্ষার্থীরা।

খুলনায় শিববাড়ী মোড়সহ বিভিন্ন পয়েন্টে আন্দোলনকারীদের অবস্থান। জেলা আ. লীগ কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।

রংপুরে দফায় দফায় আওয়ামী লীগ ও অসহযোগ আন্দোলনের সমর্থক দের মাঝে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। আহত হয়েছে দুই পক্ষের কমপক্ষে ২০ জন।

পাবনায় শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচীতে গুলি ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। ৩জন গুলিবিদ্ধ, ২টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।  

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন