31 C
Dhaka
সোমবার, মার্চ ১৭, ২০২৫

শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

শেরপুরের সদর উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

জানা যায়, কুড়িগ্রামের রৌমারি থেকে ছেড়ে আসান ঢাকাগামী রিফাত পরিবহন নামে একটি বাস উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় ওই যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এ ঘটনায় সিএনজি অটোরিক্সার চালকসহ পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। পরে অপর এক নারী যাত্রীকে স্থানীয় জিনোম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

বাসের চালক ও সহকারী পালিয়ে গেলেও বাসটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ধুমরে মুছরে যাওয়া সিএনজিটিকে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

টিএ/

দেখুন: ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে ৪ জন নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন