১৫/০৭/২০২৫, ৯:২২ পূর্বাহ্ণ
26.9 C
Dhaka
১৫/০৭/২০২৫, ৯:২২ পূর্বাহ্ণ

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ২নং জামাল ইউনিয়নে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে বিএনপির দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের বাকুলিয়ার সংগঠনটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতে ইসলামীর কালীগঞ্জ উপজেলা শাখার আমীর আব্দুল হক মোল্লা। এ সময় উপস্থিত জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, নায়েবে আমীর আবু তালিব, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ অন্যান্যরা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১১ জুন উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন আহ্বান করা হয়। সেখানে লিখিত বক্তব্যে বলা হয়েছে ইউনুছ আলীকে সন্ত্রাসী ও জামায়াতের কর্মী বলে দাবি করা হচ্ছে। কিন্তু ইউনুছ আলী কখনও জামায়াতের কর্মী ছিলেন না বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে।

এক প্রশ্নের জবাবে মাওলানা ওলিউর রহমান বলেন, যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সেটি একটি সামাজিক অনুষ্ঠানের। সেখানে বিভিন্ন দলের লোকজন ছিল।

এনএ/

দেখুন: নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের সংবাদ সম্মেলন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন