রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ছয় সংস্কার কমিশন গঠনের পর দলগুলোর সাথে সংলাপে বসছে অন্তর্বতী সরকার। যদিও এ নিয়ে রয়েছে নানা বির্তক। তবে সংলাপকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছে বিএনপি।
৫ আগষ্ট গণঅভুথ্যানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার বিদায় নেয়ার পর ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বতী সরকার শপথ নেয়। বাংলাদেশকে নতুন করে গড়ার ঘোষণা দেন তারা।
এরই ধারাবাহিকতায় ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ছয় সংস্কার কমিশনের ঘোষণা দেন।
স্বাভাবিকিভাবেই প্রতিক্রিয়া আসে রাজনৈতিক দলগুলোর। শুরু হয় নানা আলোচনা। তাগিদ আসে সবার সাথে আলোচনার পর সংস্কারের। ফলে সংস্কার কমিশনও কাজ শুরু করেনি।
এমন ধারাবাহিকতায় শনিবার সরকার সংলাপে বসছে রাজনৈতিক দলগুলোর সাথে। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, বামধারার দলগুলোসহ সব রাজনৈতিক দল এতে অংশ নিচ্ছে।
বিএনপির পক্ষ থেকে সরকারের ডাকা এ সংলাপকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছে। দলটির নীতিনির্ধারকরা বলছেন জনগণের প্রত্যাশাই তারা তুলে ধরবেন।
খন্দকার মোশররফ হোসেন স্থায়ী কমিটির সদস্য, বিএনপি আর জামায়াত, গণতন্ত্র মঞ্চ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও বলা হচ্ছে তারাও বর্তমান পরিস্থিতি করণীয় ও সংস্কার বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরবেন।