০৮/১১/২০২৫, ৯:৪৮ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ৯:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সংস্কার বাস্তবায়নের অগ্রগতি জানাতে মন্ত্রণালয়গুলোকে চিঠি

সংস্কার ও উন্নয়ন সংক্রান্ত নেওয়া পদক্ষেপ ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে মন্ত্রণালয় ও অধীন বিভাগগুলোর কাছে তথ্য চেয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব (সিনিয়র সচিব) মোহাম্মদ শফিকুল আলম মন্ত্রিপরিষদ সচিব বরাবর একটি চিঠি পাঠান। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবদের কাছে চিঠি পাঠিয়ে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে।

প্রেস সচিবের চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন মন্ত্রণালয় ও অধীনস্থ বিভাগসমূহ যে সব সংস্কার ও উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েছে এবং সেগুলোর বাস্তবায়ন কতটুকু অগ্রসর হয়েছে- তা বিস্তারিতভাবে জানাতে হবে।

এ ছাড়া বিভিন্ন সংস্কার কমিশন থেকে প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে গৃহীত পদক্ষেপগুলোর তথ্যও দিতে বলা হয়েছে। এসব তথ্য নির্ধারিত ছকের ফরম্যাট অনুযায়ী সফটকপি ও হার্ডকপির মাধ্যমে ৭ কর্মদিবসের মধ্যে প্রেস সচিবের ঠিকানায় পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট পদক্ষেপের পেছনের কারণ, বাস্তবায়ন অগ্রগতি এবং কার্যকারিতাও আলাদাভাবে উপস্থাপন করতে হবে।

তথ্য পাঠানোর জন্য নির্দিষ্ট তিনটি ইমেইল ঠিকানা দেওয়া হয়েছে- shafiqul.alam@cao.gov.bd / azad.majumder@cao.gov.bd / ahammadfoyez@cao.gov.bd

বিজ্ঞাপন

পড়ুন: সংস্কারের নামে কলা ঝুলানো হচ্ছে: সালাহউদ্দিন আহমদ

দেখুন: বিএনপি চায় নির্বাচন, জামায়াত চায় সংস্কার

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন