24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

‘সংস্কার কমিশনসহ সবার পরামর্শ নিয়েই ভোটের তারিখ’

সংস্কার কমিশনসহ সবার পরামর্শ নিয়ে যখন মনে হবে ভোট করা যাবে, তখনই তারিখ ঘোষণা করা হবে, জানিয়েছেন নতুন সিইসি। নতুন দায়িত্বকে জীবনের একটা বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি। একতরফা ও গায়ের জোরের নির্বাচন দেখতে চান না বলে জানান নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার।

শপথ নিয়েই  বিকেলে সিইসি এবং অন্য চার কমিশনার নির্বাচন ভবনে আসেন। পরে সিইসি সাংবাদিকদের সঙ্গে আলাপে গণমাধ্যমের সহায়তা চান নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এ এস এম মো. নাসির উদ্দীন।

সিইসি বলেন, ভোট নিয়ে নাগরিকদের মধ্যে আগ্রহ কম। এ অবস্থার পরিবর্তনে গণমাধ্যমের সহায়তা দরকারি।

নির্বাচন আয়োজন নিয়েও কথা বলেন সিইসি নাসির উদ্দীন। সংস্কার কমিশনসহ সবার পরামর্শ নিয়েই ভোটের তারিখ দেয়ার কথা জানিয়েছেন তিনি।

সরকারের তরফ থেকে কোনো চাপ নেই উল্লেখ করে তিনি অতীত থেকে শিক্ষা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।

এ সময় তিনি দাবি করেন, সঠিক প্রক্রিয়া অনুসরণের মধ্যে দিয়েই নির্বাচন কমিশনাররা দায়িত্ব পেয়েছেন। জাতির প্রত্যাশা পূরণে সর্বশক্তি দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

এনএ/

আরও পড়ুন: স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত
দেখুন: ১৪০ উপজেলায় কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম
বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন