জয়পুরহাটের ‘কালাই লোক সংস্কৃতি পরিষদ’ ছয় গুণীজনকে সন্মাননা প্রদান করা হয়েছে। ৩১ বছর পদার্পণ উপলক্ষ্যে কালাই লোক সংস্কৃতি পরিষদ ‘গুণীজন সন্মাননা-২৫’ এর আয়োজন করেন।
গতকাল শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় স্বেচ্ছাসেবী সংস্থা হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহযোগিতায় কালাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় জেলার ছয় গুণীজনকে সন্মাননা প্রদান করা হয়। বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী গীতিকার ও সুরকার শামসুদ্দীন হীরা, সাংবাদিক ও কলামিস্ট মুরশীদ আলম, কবি-কলামিস্ট ও সম্পাদক নজরুল ইসলাম, শিক্ষক ও শিক্ষানুরাগী (মরণোত্তর) আতাউর রহমান, শিক্ষানুরাগী ও সমাজ সেবক আব্দুল করিম, দেশবরেণ্য ক্রীড়াবিদ ও সংগঠক আফজাল হোসেনকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি কবি ও সাহিত্যিক আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিকস এন্ড ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক হারুন অর রশিদ টুটুল, কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, কবি যতন কুমার দেবনাথ, হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মুনছুর রহমানসহ প্রমুখ।
এনএ/