32 C
Dhaka
বৃহস্পতিবার, জুন ১, ২০২৩

পাহাড়ে পাহাড়ে নতুন বছর বরণের বর্ণিল উৎসব

বিশেষ সংবাদ

- Advertisement -

পাহাড়ে পাহাড়ে শুরু হয়ে গেছে নতুন বছর বরণের বর্ণিল উৎসব। বাহারি বুনোফুল ভাসিয়ে দেয়া হয়েছে নদীর জলে। পার্বত্য অঞ্চলে এই উৎসব সর্বজনীন রূপ নিয়েছে।

পুরোনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত। পাহাড়ে বসবাস করা জনগোষ্ঠীর প্রধানতম সামাজিক ও ধর্মী উৎসব।

নাচে-গানে, বর্ণিল সাজে মেতে উঠেছে গোটা পার্বত্য এলাকা। নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু ঐতিহ্যবাহী উৎসব। প্রাণের উৎসব ঘিরে পাহাড় এখন রঙ্গে রঙিন।

ত্রিপুরাদের মধ্যে এই উৎসবের নাম- বৈসু। মারমারা বলেন- সাংগ্রাই। আর চাকমাদের কাছে বিজু উৎসব।

চাকমা সম্প্রদায়ের ফুল বিজু। খাগড়াছড়িতে সূর্যোদয়ের সময় পাহাড়ি ছড়া ও নদীতে ফুল ভাসিয়ে শুরু আনুষ্ঠানিকতা। ঐতিহ্যবাহী পোশাকে বুনোফুল হাতে নদীতীরে সমবেত সবাই।

বান্দরবানে নতুন বছরকে স্বাগত জানান চাকমা, ত্রিপুরা ও মারমা সম্প্রদায়ের মানুষ।

রাঙ্গামাটিতেও হয়েছে বর্ণিল আয়োজন। কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে, উৎসবের শুরু। ১৫ এপ্রিল মারমাদের জলকেলি দিয়ে শেষ হবে উৎসবের আনুষ্ঠানিকতা।

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত