33 C
Dhaka
বুধবার, জুন ৭, ২০২৩

বরিশালে চলছে তিন দিনব্যাপী পৌষ মেলা

বিশেষ সংবাদ

- Advertisement -

হারিয়ে যেতে বসা গ্রামীণ সংস্কৃতি নিয়ে বরিশালে পঞ্চম বারের মতো চলছে পৌষ মেলা। নগরীর জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই মেলার আয়োজক রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ। নতুন প্রজন্মের মাঝে বাঙালি সংস্কৃতি বোধ জাগাতেই এমন আয়োজন বলে জানালেন আয়োজকরা।

নতুন ধানের পিঠা পায়েসের উৎসব যেন আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি। শত শত বছর ধরে এমন ঐতিহ্য ধারণ করে আসছে বাঙালি জাতি। তবে আধুনিকতার জোয়ারে এখন তা অনেকটাই হারিয়ে যেতে বসেছে। বাঙালি সংস্কৃতির এই ধারাকে ধরে রাখতে বরিশালে আয়োজন করা হয়েছে পৌষ মেলার।

মেলায় বাহারি পিঠাপুলির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। যেখানে শোভা পেয়েছে চিতই, নকশী পিঠা, পাটিসাপটা, মালপোয়া সহ নানান নামের পিঠা। এ যেন নগর জীবনে এক টুকরো গ্রামীণ জীবনের স্বাদ। মেলায় আগত দর্শনার্থীরা জানান, শহুরে পরিবেশের মাঝে এমন মেলার আয়োজনে খুশি তারা।

সারা দেশে এমন আয়োজন হওয়া উচিৎ বলে মনে করেন মেলার উদ্বোধক। নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির মূল ধারায় ফিরিয়ে আনতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা।

এবারের মেলায় বিভাগের ৬ জেলার ২২টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিনই সঙ্গীত, নৃত্য, নাটকসহ নানা অনুষ্ঠানের আয়োজন রয়েছে মেলা প্রাঙ্গণে।

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত