29 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩

সংস্কৃতি চর্চায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

বিশেষ সংবাদ

- Advertisement -

সংস্কৃতি চর্চায় প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে, আধুনিক জ্ঞানসম্পন্ন জাতি গঠনে নতুন প্রজন্মের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি এ আহবান জানান। প্রধানমন্ত্রী বলেন, আমাদের নিজস্ব সংস্কৃতি বিকশিত করার মাধ্যমেই এগিয়ে যাবে দেশ।

জাতীয় জাদুঘর প্রান্তে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন। এ সময় নতুন ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একটি সমাপ্ত প্রকল্পের উদ্বোধন করেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, তার সরকার আধুনিক প্রযুক্তি নির্ভর একটি সংস্কৃতিপ্রেমী প্রজন্ম গড়ে তুলতে চায়।

সংস্কৃতি চর্চায় উদার মানসিকতা ও অসাম্প্রদায়িক চেতনার বিকাশে কাজ করার তাগিদ দেন তিনি।

সরকার প্রধান জানান, আমাদের সংস্কৃতি যাতে আন্তর্জাতিক বিশ্বেও বিকশিত হতে পারে সেই পদক্ষেপ নিচ্ছে সরকার।

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত