সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান’ এই স্লোগানকে নিয়ে টাঙ্গাইলে সকল ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে জেলা পুলিশের আয়োজনে টাঙ্গাইল স্থানীয় হেলিপ্যাড চত্বর থেকে এ শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন্স মাল্টিপারপাসে এসে শেষ হয়।

পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ইমাম মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ গুণ ঝন্টু, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক জন জেদরা, হিন্দু কল্যান ট্রাস্টের সহকারী পরিচালক রমেশ চন্দ্র সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টানের ভারপ্রাপ্ত সভাপতি সাধন চন্দ্র চক্রবর্তী প্রমুখ।
এসময় পুলিশ সুপার বলেন, বাংলাদেশে এই প্রথম পুলিশের উদ্যোগে সকল ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমাদের মূল লক্ষ সব ধর্মের মানুষ মিলে মিশে একত্রে থাকা। আমরা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাই আমাদের এই সম্প্রীতির বন্ধন। টাঙ্গাইল থেকে শান্তির বার্তা আমরা সারা দেশে ছড়িয়ে দিতে চাই।

র্যালিতে সব ধর্মের মানুষ প্লে কার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করেন। র্যালি শেষে সম্প্রীতির বৃক্ষ রোপন করা হয়।
টিএ/