ভোরের আলো থেকেই শুরু হয়েছে আশ্বিনের বৃষ্টি। কখনো মুষলধারে আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টিতে সকাল থেকেই ভোগান্তিতে পড়েছেন রাজধানীর কর্মজীবী মানুষেরা। এই বৃষ্টিতে সড়ক ও অলিগলিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। যার কারণে রাজধানীর প্রধান সড়কগুলোতে তৈরী হয়েছে যানজট।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হয় এই আশ্বিনের বৃষ্টি। আর এই সুযোগে রিকশা-সিএনজিগুলোতে বাড়তি ভাড়া হাঁকতে দেখা গেছে।
এই বৃষ্টির কারণে রাজধানীর মহাখালী, সাতরাস্তা, মালিবাগ, গুলশানসহ বিভিন্ন এলাকার মানুষকে ভোগান্তিতে পড়তে দেখা যায়।
আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমারখালিতে ১০৪ মিলিমিটার, রাজশাহীতে ১০১ মিলিমিটার ও ঢাকায় ৪৪ মিলিমিটার। আজ ভোর ৬টা পর্যন্ত এসব বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে।