28 C
Dhaka
রবিবার, নভেম্বর ৩, ২০২৪
spot_imgspot_img

সচিবালয়ে নাশকতা: প্রায় ৪শ আনসার সদস্য কারাগারে

সচিবালয়ে নাশকতার মামলায় প্রায় চারশ আনসার সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। ঢাকার মুখ্য মহানগরের পৃথক কয়েকটি আদালত এই আদেশ দেয়। এদিকে, আহত ছাত্রদের দেখতে গিয়ে উপদেষ্টারা বলেছেন, আনসারের ছদ্মবেশে যারা বিশৃঙ্খলা করেছে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।

চাকরি জাতীয়করণের দাবিতে গতকাল দিনভর সচিবালয় ঘেরাও করেন অঙ্গীভূত আনসার সদস্যরা। পরে ছাত্রদের সঙ্গে তুমুল সংঘর্ষের পর পিছু হটেন। সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। গ্রেপ্তার হন কয়েকশ আনসার সদস্য।

ওই ঘটনায় ঢাকার বিভিন্ন থানায় হাজারেরও বেশি মামলা হয়। আজ গ্রেপ্তার আনসার সদস্যদের আদালতে হাজির করা হয়। আদালত কয়েকশ আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এদিকে, সকালে আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেলে আসেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। তারা বলেন, যারা আনসার সেজে বিশৃঙ্খলা করেছে তাদের বিচার হবে।

পরে আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেলে আসেন জামায়াত আমির।

বর্তমান পরিস্থিতিতে নতুন কোনো দাবি দাওয়া না তুলে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তারা।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন