23.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

সচিবালয়ে অগ্নিকাণ্ড ষড়যন্ত্রের একটি অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সেই ষড়যন্ত্র রুখে দিতে জীবন দিয়েছে সোহানুর জামান নয়ন।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপুনিয়ায় এলাকায় নিহত সোয়ানুর জামান নয়নের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘পরাজিত স্বৈরাচারের অনেক দোসর এখনও দেশে রয়েছে। তারা আমলাতন্ত্রসহ সবক্ষেত্রে ঘাপটি মেরে আছে। আর তাদের ষড়যন্ত্র ঠেকাতে গিয়ে জীবন দিচ্ছে সোহানুর জামান নয়নের মত তরুণরা।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়েছে। সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, পতিত শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচারের ফাইল ছিল সেখানে। শেখ হাসিনার পাচার করা টাকার গুরুত্বপূর্ণ নথিগুলো ধ্বংস করার একটি অপচেষ্টা এটি।’

তিনি বলেন, ‘দেশের মানুষের টাকা যেভাবে আত্মসাৎ করেছে গত সরকার তা ভাষায় বর্ণনা করা যাবে না। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৫০ মিলিয়ন ডলার পাচারের তদন্ত করছে সেই দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা।’

তিনি আরও বলেন ‘এটি তো একটিমাত্র ঘটনা পেয়েছে, এরকম অর্থ পাচারের আরও অনেক ঘটনা ধামাচাপা দিতেই সচিবালয়ে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। ফায়ার ফাইটার নয়ন সেই ষড়যন্ত্রের অগ্নিকাণ্ড নেভাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে পেশাদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আগুন নেভাতে গিয়ে নিহত নয়নের বোনকে আগামী এক মাসের মধ্যে চাকরি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

এনএ/

আরও পড়ুন: সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ সীমিত করা সাময়িক সিদ্ধান্ত: ডেপুটি প্রেস সচিব

দেখুন: বিএনপি নেতা রিজভীর বিরুদ্ধে হিরো আলমের মানহানির মামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন