২০/০৬/২০২৫, ৯:৫৯ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ৯:৫৯ পূর্বাহ্ণ

সড়কে বসানো যাবে না কোরবানির পশুর হাট: উপদেষ্টা

আসন্ন ঈদুল আজহায় দেশের সড়ক ও মহাসড়কের ওপর কোনো কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। একই সঙ্গে হাটের গরুগুলো যেন সড়কে উঠে না আসে, সে বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেছেন, ঈদের সময় এসব বিষয় নিয়মিত মনিটর করা হবে। কোথায় কতটুকু জায়গায় পশুর হাট বসবে, তার নির্দিষ্ট ম্যাপ ও স্কেল সংশ্লিষ্ট সবাইকে প্রদান করতে হবে।

সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভা শেষে এসব কথা বলেন তিনি।

অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি প্রসঙ্গে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বাসে যেন অতিরিক্ত ভাড়া আদায় না হয়, সে বিষয়টি নজরদারির আওতায় আনা হবে। কোরবানির পশু পরিবহনের সময় যাতে চাঁদাবাজির শিকার না হয়, সে বিষয়েও প্রশাসন সতর্ক থাকবে।

পড়ুন: বাড্ডার ইস্টার্ন হাউজিংয়ে পশুর হাট না বসাতে হাইকোর্টের নির্দেশ

দেখুন: পশুর হাট নিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন প্রশাসক!

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন