সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাহিদুল ইসলাম রুপলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কুষ্টিয়া জেলা শাখা উক্ত দোয়া ও স্মরণসভা আয়োজন করে।
সংগঠনটির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ইসতিয়াক আহমদ সাবাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেলের পরিচালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া কোর্টের স্পেশাল পিপি ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, মিরাজুল ইসলাম রিন্টু, আব্দুর রাজ্জাক, কুষ্টিয়া এ্যাডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম কবির, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু।
এসময় বক্তারা বলেন, নাহিদুল ইসলাম রুপল ছিল দলের নিবেদিত প্রাণ। দলের দুর্দিনে আন্দোলন সংগ্রামে কয়েকজনের নাম নিতে হলে তার মধ্যে রুপলেল নাম নিতে হবে। দল একজন ত্যাগী ও পরীক্ষিত কর্মী হারাল। সকলেই রুপলের বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সেইসাথে সকলেই রুপলের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদল কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাহফুজ্জামান তিতাস, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম অনিক, জেলা যুবদল নেতা শরিফুল ইসলাম শরিফ, কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহানূর রহমান লিংকন প্রমুখ।
স্মরণসভা শেষে নাহিদুল ইসলাম রুপলের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া লাহিনী বটতলা এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাহিদুল ইসলাম রুপল (৩১) নিহত হন।
পড়ুন : অগ্নিসংযোগে ধ্বংস কুষ্টিয়া মডেল থানার উদ্বোধনী অনুষ্ঠানে হট্টগোল