ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন।
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে তার গাড়িবহরের একটি গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার কবলে পড়লেও অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছেন সৌরভ। সকালে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে তার গাড়িবহরের একটি গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। তবে এতে তিনি কোনো আঘাত পাননি।
প্রাথমিকভাবে জানা গেছে, একটি ট্রাক হঠাৎ করে গাড়িবহরের একটি গাড়ির দিকে এগিয়ে আসে, এবং গাড়িটি কড়া ব্রেক করলে পেছনের গাড়িগুলো সামনের গাড়িতে ধাক্কা দেয়। এসময় সৌরভ গাঙ্গুলীর গাড়িও দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনার পর সৌরভ গাঙ্গুলি নিরাপদে অনুষ্ঠানে পৌঁছেছেন এবং সেখানে তিনি ছাত্রছাত্রী ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, এ ঘটনায় স্থানীয় পুলিশ ও প্রশাসন তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে গাড়িবহর ও ট্রাকচালকের বক্তব্য নেওয়া হচ্ছে।
এনএ/

