১৫/০৭/২০২৫, ৪:১৪ পূর্বাহ্ণ
25.8 C
Dhaka
১৫/০৭/২০২৫, ৪:১৪ পূর্বাহ্ণ

সত্যিই কি পাওয়া গেলো হারুনকে?

সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ আছে সন্দেহে উত্তরা সেক্টর ১০ এর ১২ নম্বর রোডের ৪ নম্বর বাড়ি ঘিরে রেখেছিল স্থানীয়রা। হারুনের উপস্থিতির গুঞ্জন থাকলে সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আসে। তবে তারা বাড়িটিতে তল্লাশি চালিয়ে হারুনকে পাননি।

গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ১০টায় এমন ঘটনা ঘটে। ডিএমপির এই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে ৩টি হত্যা মামলা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ডিবি হারুন’ (সাবেক ডিবি প্রধান) এই ভবনে আছেন বলে গুঞ্জন উঠে। এরপর ফেসবুকে অনেকে লাইভ শুরু করে। লাইভ দেখেই সবাই বাড়ির সামনে এসে জড়ো হন। বাড়িটিতে অনেকগুলো পরিবার থাকে। হারুন কোন ফ্লোরে আছেন তা নিশ্চিত হওয়া যায়নি, তবে বাড়ির চারপাশে এমনভাবে ঘিরে রাখা হয় তার পক্ষে পালানো সম্ভব নয়। তবে তারা বাড়িটিতে তল্লাশি চালিয়ে হারুনকে পাননি।

রাত ১২টায় উত্তরা পশ্চিম থানার এক কর্মকর্তা জানান, ‘ভবনের ভেতরে কোনো আসামি পাওয়া যায়নি। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে চলে যায়।’

প্রসঙ্গত, গত ৬ আগস্টও হারুন অর রশীদের আটক হওয়ার গুঞ্জন উঠেছিল। কিন্তু পরদিন তিনি নিজেই আটক হওয়ার খবরটি নাকচ করেছেন। এরপর থেকে তার আর খোঁজ মিলেনি।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন