নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসবিরোধী মামলার দুই ইউনিয়ন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে নরসিংদীর মাধবদী থানা পুলিশ।
শুক্রবার দুপুরে মাধবদী থানা পুলিশের একটি দল আমদিয়া ও মেহেরপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নজরুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসবিরোধী মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- আমদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন অনিক (২৭)। সে ওই ইউনিয়নের কান্দাইল উত্তর পাড়ার আবুল হোসেনের ছেলে। অন্যজন মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফেরদৌস হাসান(২৬)। সে ওই ইউনিয়নের ভগীরথপুর (ইনডেক্স প্লাজা) বিপরীত পাশের এলাকার আনোয়ার হোসেনের ছেলে। আইনীপ্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত দুজনকে নরসিংদীর আদালতে সোপর্দ করা হবে।
পড়ুন: কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক আসামি নরসিংদীতে গ্রেপ্তার
এস/


