দেশের ১১টি অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৩ এপ্রিল)সকালে সংস্থাটির আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এক পূর্বাভাসে জানান, এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে—ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, কুমিল্লা, রংপুর, বগুড়া, রাজশাহী, যশোর, কুষ্টিয়া ও সিলেট অঞ্চলে। এ জন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসটি রবিবার সকাল ৯টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রযোজ্য থাকবে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং ঝড়ের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে।
পড়ুন:সারাদিন ছিল রোদের তাপ, পর স্বস্তির বৃষ্টি
দেখুন: নারায়নগঞ্জ শহীদ মিনার হয়ে যায় ফুচকার হাট! |
ইম/