24.7 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

অভিযানে এক সপ্তাহে ২৪৯ অপরাধীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী

দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে ২৪৯ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের সেনাবাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে পেশাদারিত্বের সাথে আইনশৃঙ্খলা রক্ষার কাজ করে চলেছে।

গত ১৩ থেকে ১৯ মার্চ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে যৌথ অভিযান পরিচালনা করেছে। অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাত, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী, দালাল চক্রের সদস্য, কিশোর গ্যাং সদস্য, ভেজাল খাদ্যদ্রব্য প্রস্তুতকারীসহ মোট ২৪৯ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৬টি অবৈধ অস্ত্র, ১০২টি গোলাবারুদ, ককটেল বোমা, মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, অবৈধ বৈদেশিক মুদ্রা, পাসপোর্ট, এনআইডি, চোরাই মোবাইল ফোন, ল্যাপটপ, সিমকার্ড এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও, দেশের বিভিন্ন অঞ্চলে তৈরি পোশাক কারখানার শ্রমিক অসন্তোষের কারণে সড়ক অবরোধসহ জনদুর্ভোগ সৃষ্টি হয়, যা মোকাবিলায় সেনাবাহিনীর সদস্যরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনাক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এক সপ্তাহে এই অভিযানে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় হিসেবে দেখা যাচ্ছে, যা দেশের নিরাপত্তা পরিস্থিতিকে আরও মজবুত করছে।

পরুনঃ যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে গ্রেপ্তার ২৪৯ অপরাধী

দেখুনঃ শিক্ষার্থীকে ব*লা*ৎ*কা*রে*র অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন