২০২৫ সালের নির্ধারিত সময়ের মধ্যে, দেশের জাহাজ ভাঙ্গা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব ইয়ার্ডকে গ্রীন ইয়ার্ডে রূপান্তর করার তাগিদ দিয়েছেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গ্রীন ও একটি ননগ্রীন ম্যানুয়াল শিপ ইয়ার্ড পরিদর্শনের সময়, এই খাতের উদ্যোক্তাদের প্রতিটি ইয়ার্ডে মানোন্নয়নের তাগিদ দেন তিনি।
আন্তর্জাতিক কনভেনশনগুলো না মেনে শিপ রিসাইক্লিং করায়, অতীতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে বলেও সতর্ক করেন শিল্প উপদেষ্টা।
এনএ/