23.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

সবার আইনি লড়াইয়ের অধিকার নিশ্চিতের আহ্বান যুক্তরাষ্ট্রের

এবার সবার আইনি লড়াইয়ের অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আলোচনা হয়েছে। এসময় দপ্তরটির উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, অভিযুক্তদের আইনি প্রতিনিধিত্ব পাওয়ার অধিকার নিশ্চিত করা প্রয়োজন। বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকার রক্ষার তাগিদ দেন বেদান্ত প্যাটেল।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিয়ে বরাবরের মতো প্রশ্ন আসে বাংলাদেশ প্রসঙ্গ। উঠে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর কথিত সহিংসতার প্রসঙ্গ।

বাংলাদেশ ইস্যুতে সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপিত একটি বিবৃতির প্রসঙ্গ টেনে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র কোনও কূটনৈতিক বা নীতিগত উদ্যোগ নেবে কিনা?

এমন প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল জানান ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের বিষয়ে মার্কিন প্রশাসন সব সরকারের সঙ্গে কাজ করে। প্রতিটি প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত ও যে কোনও ধরনের দমননীতি থেকে বিরত থাকা জরুরি বলেও মনে করেন মার্কিন প্রশাসন।

ব্রিফিংয়ে উঠে আসে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার প্রসঙ্গও। মামলার সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে নেই জানিয়ে বেদান্ত প্যাটেল বলেন, প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার ওপর মার্কিন প্রশাসন বরাবরই জোর দিয়ে আসছে।

গেলো ২৫ নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশের গোয়েন্দা শাখা রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে। তখন থেকে বিষয়টি নিয়ে উত্তাপ ছড়ায় দেশে বিদেশে।

এনএ/

আরও পড়ুন: নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথ খুলল

দেখুন: ব্যাংকিং ব্যবস্থায় অস্থিরতার মধ্যেই সুদহার বাড়ালো যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন