সবুজ সমাজ ও পরিবেশ রক্ষায় মানবিক মূল্যবোধে ভর করে আদর্শ সমাজ গঠনের প্রত্যয়ে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে “মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা” সংগঠনটি।
শুক্রবার (১লা আগষ্ট) বিকালে জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের হরিণধরা বাজারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে গাছ রোপণ করে সংগঠনের সদস্যরা।
সংগঠনটির উপজেলা সভাপতি লিপু সরকার ও স্থানীয় সমাজ সেবক আনোয়ার হোসেনের নেতৃত্বে এ কর্মসূচিতে জেলা,উপজেলা, ইউনিয়নের সাংগঠনিক নেতাকর্মী, স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও পরিবেশ সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
জানা যায় এই কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
আনোয়ার হোসেন বলেন,“আমরা বিশ্বাস করি, একটি গাছ শুধু পরিবেশ রক্ষার প্রতীক নয়, এটি মানবতার বীজ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী রেখে যাওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। আমরা আশা করি এমন উদ্যোগ আমাদের সমাজকে আরও সচেতন করে তোলবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শুধু বৃক্ষরোপণ নয়—পরবর্তী সময়ে রোপিত গাছগুলোর পরিচর্যার জন্যও তারা স্থানীয়দের সহযোগিতার প্রয়োজন।পরিবেশবান্ধব সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজনের ঘোষণাও দেন সংগঠনের নেতারা।
পড়ুন : জামালপুরে মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি শিক্ষার্থীদের মানববন্ধন


