দেশের সব জেলা প্রশাসককে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজই তাদের প্রত্যাহার করা হবে। এরপর নিয়োগ দেয়া হবে নতুনদের।
বিভিন্ন গণমাধ্যমের সূত্রে এই খবর পাওয়া গেছে। তাতে বলা হয়েছে, গত রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের কক্ষে একটি বৈঠক হয়। সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে।
নতুন ডিসি নিয়োগে বিগত সরকারের আমলে বঞ্চিত পাঁচ কর্মকর্তার সহায়তা নেয়া হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে দায়িত্ব পালনে অনেক ডিসি অনীহা প্রকাশ করেছেন বলেও জানা গেছে।