17 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

সব হত্যা ও অন্যায়ের বিচার হবে: সেনাপ্রধান

চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড ও অন্যায় হয়েছে প্রতিটির বিচার হবে বলে ঘোষণা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি দেশবাসীকে আশাহত না হওয়ার জন্য অনুরোধ করেছেন। আজ সোমবার (৫ আগস্ট) বেলা সাড়ে ৪টায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

সেনাবাহিনী প্রধান আরও বলেন, দেশ পরিচালনার জন্য শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এ সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবেন তারা।

তিনি আরও বলেন, আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনাদের সব দাবি পূরণ করা হবে।

সেনাবাহিনীর প্রতি আশা রাখার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, আপনারা আমাদের সহযোগিতা করেন। চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি অন্যায়ের বিচার হবে।

এ সময় আন্দোলনরত ছাত্র-জনতাকে ঘরে ফেরার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন