ছাত্র গণ গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশ পরিচালনার অন্তবর্তী কালীন সরকার দায়িত্ব নিলে কর্মবিরতিতে যায় পুলিশ প্রশাসন। ফলে দেশ সংস্কারে সড়কে ট্রাফিক দায়িত্ব থেকে শুরু করে বাজার তদারকি ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাছে নেমে পরে ছাত্ররা। তবে কেন্দ্রীয় সমন্বয়কদের সিদ্ধান্ত উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে আজও বৃক্ষ রোপণ কিংবা রং তুলির আচঁড় দিতে বিভিন্ন স্থানে দেখা মিলছে শিক্ষার্থীদের।
৫ই আগষ্ট ২০২৪ বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলন দমনে দূরত্ব বাড়ে পুলিশ প্রশাসন ও শিক্ষার্থীদের। নতুন সরকার দায়িত্ব নিলে কর্মবিরতিতে যায় পুলিশ। ফলে দেশ জুড়ে দেখা দেয় অস্থিরতা। ঘটে ডাকাতির মতো ঘটনা।
এসব নৈরাজ্য ঠেকাতে ও দেশ সংস্কারে নামে শিক্ষার্থীরা। কখনো ট্রাফিক দায়িত্বে,কখনো বাজার তদারকিতে কখনো আবার পরিষ্কার-পরিচ্ছন্নতায় দেখা যায় তাদের। এসব কাজে যেমন হয়েছেন প্রশাংসিত তেমনি হিন্দি গান লুঙ্গি ড্যান্সে মাতামাতির মতে গুটি কয়েক কাজে হয়েছেন সমালোচিত। তাই ১৬ই আগষ্ট শিক্ষার্থীদের মাঠ ছেড়ে ঘরে ফিরে যাওয়ার আহবান জানায় সমন্বয়করা।
তবে সমন্বয়দের সিদ্ধান্ত উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখা গেছে শিক্ষার্থীদের। পালন করছেন বৃক্ষ রোপণ কর্মসূচী ও রং তুলির আচঁড় তুলছেন দেয়ালে। বলছেন, দেশ সংস্কারে যে সিদ্ধান্ত হাতে নিয়েছেন তা শেষ করেই ফিরবেন ঘরে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে।
শিক্ষার্থীদের সামাজিক এসব কর্মকান্ডে খুশি অভিভাবকরা, তবে এখন’ই উপযুক্ত সময় শিক্ষা প্রতিষ্ঠান মুখী হওয়ার বলছেন তারা।
রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের দেখা মিললেও শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ায় সে সংখ্যাটা বিগত এক সপ্তাহের তুলনায় ছিলো অনেকা’ই কম।