বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। নতুন সংগঠনটির নাম ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ (বাংলাদেশ ডেমোক্রেটিক স্টুডেন্টস কাউন্সিল)। আজ (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ নাম ঘোষণা করা হয়েছে।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হয়েছেন সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব হয়েছেন জাহিদ আহসান। মুখ্য সংগঠক হিসেবে তাহমীদ আল মুদাসসির এবং মুখপাত্র হিসেবে আশরেফা খাতুনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনের একটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্যও কমিটি ঘোষণা করেছে। ঢাবির আহ্বায়ক হিসেবে থাকছেন আব্দুল কাদের এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মহির আলম।
নতুন ছাত্র সংগঠনের লক্ষ্য হবে ‘স্টুডেন্টস ফার্স্ট’ এবং ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করে ছাত্র-নাগরিকের স্বার্থ বাস্তবায়ন করা। সংগঠনটি ঘোষণা করেছে, এটি কোনো ‘মাদার পার্টির’ এজেন্ডা বাস্তবায়ন করবে না এবং সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করবে এবং সকল কার্যক্রম পরিচালিত হবে অভ্যন্তরীণ চাঁদার মাধ্যমে।
নতুন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যরা জানিয়েছেন, সংগঠনের প্রধান উদ্দেশ্য হবে ছাত্রদের অধিকার সুরক্ষা, উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করা। ছাত্র সংগঠনটি তৈরি হয়েছে ছাত্রদের স্বার্থে, যাতে তারা স্বাধীনভাবে সংগঠন পরিচালনা করতে পারে।

সমন্বয়কদের নেতৃত্বে সংগঠনটির নেতারা স্পষ্ট করে জানান,
তাদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক নেই, এবং নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা থাকলেও তা ছাত্র সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত নয়। তারা জানিয়েছেন, ‘বটম টু টপ’ প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচিত হবে এবং সংগঠনের সকল কার্যক্রম শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হবে।
তাদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর নির্ধারণ করা হয়েছে, এবং সদস্য হতে পারবে শুধুমাত্র অনার্সে ভর্তি হওয়া ছাত্ররা। ২৮ বছরের বেশি কেউ কেন্দ্রীয় কমিটিতে সদস্য হতে পারবেন না।
এছাড়া, সংগঠনটির সদস্যরা সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাঠামোতে অংশগ্রহণ করবেন না এবং এ সংগঠনের কোনো সম্পর্ক থাকবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নতুন রাজনৈতিক দলের সঙ্গে।
এছাড়া, সংগঠনের সদস্যরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং কলেজে সংগঠনের শাখা গঠন করার পরিকল্পনা করছেন।
পড়ুন: সমন্বয়কদের ওপর হামলা হালকাভাবে দেখছে না সরকার
দেখুন: টাঙ্গাইলে আ.লীগ নেতাদের বাড়ি ভাঙচুরে বৈষম্যবিরোধীরা জড়িত নয়, দাবি সমন্বয়কদের |
ইম/