০৭/১১/২০২৫, ২৩:৪৯ অপরাহ্ণ
26 C
Dhaka
০৭/১১/২০২৫, ২৩:৪৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জি. ভা. সমাজ কল্যাণ ইয়ুথ ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ফেনী জেলার সোনাগাজী উপজেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন জি. ভা. সমাজ কল্যাণ ইয়ুথ ফাউন্ডেশন আয়োজিত “চব্বিশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা” শীর্ষক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মীর হোসেন পুলক এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ ইকবাল হোসাঈন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাঈল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সহকারী প্রসিকিউটর হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা অজয় চন্দ্র দাস, সান-জেনারেল হাসপাতালের ম্যানেজার ফরিদ আহমেদ ভূইয়া, ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের সদস্য ওসমান গনি রাসেল এবং ফাউন্ডেশনের উপদেষ্টা এম এ এইচ তাওহীদ।

স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও সোনাগাজী সিটি স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আকবর হোসাইন। এসময় আরও বক্তব্য দেন— আর এম হাট কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, আর এম হাট কারামতিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, সাবেক শিক্ষক আব্দুল হক, সহকারী শিক্ষক নজরুল ইসলাম তুষার, সহ-সভাপতি মোস্তফা আল হোসাইন রোমেন, সাংবাদিক গাজী মোহাম্মদ হানিফ ও ওমর ফারুক।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ২০ জন শিক্ষার্থীকে সনদ, স্কুল ব্যাগ ও ছাতা এবং বিশেষ পুরস্কার হিসেবে ৩০ জন শিক্ষার্থীকে সনদ ও ছাতা প্রদান করা হয়।

পড়ুন: সাদাপাথরে লুটপাট: ইউপি চেয়ারম্যান আলমগীর আটক

দেখুন: সীমান্তে বন্ধ কয়েকটি বন্দর-শুল্ক স্টেশন 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন