অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসকে নিয়ে উচ্ছ্বসিত পশ্চিমবঙ্গের বর্ধমানে তার শুরুর বাড়ির স্বজনরা। শুভেচ্ছা জানানোর পাশাপাশি তারা ইউনুসের আমলে বাংলাদেশের সাথে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন, ভিসা সরলীকরণ হওয়ার প্রত্যাশা জানিয়েছেন।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ওদিকে তাকে নিয়ে খুশির বন্যা বইছে কলকাতার বর্ধমান শহরের রাণীগঞ্জ বাজারের কাছে লস্করদিঘি এলাকায়।
লস্করদিঘি গ্রামের বাসিন্দা আসফাক হোসেন ওরফে বাবু মিয়া। তিনি ডক্টর মুহাম্মদ ইউনুসের ছোট শ্যালক। তার প্রত্যাশা ইউনুসের আমলে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক অনন্য পর্যায়ে পৌঁছবে।
আসফাক জানান, তার বড় বোন আফরোজি ইউনূস বর্ধমান মিউনিসিপ্যালিটি হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকায় চলে যান। পরে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় চলে যান তিনি। পরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানের অধ্যাপক হিসেবে যোগদেন। আর ঢাকাতেই মুহাম্মদ ইউনূসের সাথে পরিচয় ও পরিণয় হয়।
আসফাক হোসেন নতুন বাংলাদেশ বিনির্মাণে ডক্টর ইউনুসকে সহযোগিতার জন্য বাংলাদেশীদের প্রতি অনুরোধ করেছেন।