28 C
Dhaka
সোমবার, নভেম্বর ১১, ২০২৪
বিজ্ঞাপন

সম্প্রীতির অপূর্ব মেলবন্ধন, পাশাপাশি মন্দির-মসজিদ

মসজিদের মিনার আর মন্দিরের চূড়া দাঁড়িয়ে আছে পাশাপাশি। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন কুষ্টিয়ায় মসজিদে নূর ও নব-রজনী সংঘ সার্বজনীন পূজা মন্দির। দুই সম্প্রদায়ের মানুষের অটুট সম্প্রীতির কথা দেবাশীষ দত্তের রির্পোট জানাচ্ছেন সুরাইয়া আক্তার।

একযুগ ধরে মসজিদ ও মন্দির পাশাপাশি, মুসলমানরা নামাজ পড়েন মসজিদে আর হিন্দুরা যান মন্দিরে। শহরের থানাপাড়া সংলগ্ন রেল লাইনের সাথে নব-রজনী সংঘ সার্বজনীন পূজা মন্দির, এর পাশেই মসজিদে নূর।

বছরের পর বছর এভাবে চলে আসলেও দুই ধর্মাবলম্বী মানুষের এ নিয়ে কোনও দ্বন্দ্ব ।মন্দিরে এখন চলছে দুর্গাপূজার প্রস্তুতি। তবু আজানের সময় নীরবতা বজায় রাখেন পূজারি ও ভক্তরা। প্রতিবেশী হিসেবে একে অপরের প্রতি আন্তরিক। মসজিদ ও মন্দির পরিচালনাকারীরাও জানালেন ঐক্যের বন্ধনের কত।

ধর্মীয় সম্প্রীতির সাক্ষী হয়ে আছে পাশাপাশি এই মসজিদ-মন্দির। এই ঐতিহ্যকে ধরে রেখে মানুষে-মানুষে ভাতৃত্ববোধ ও সম্প্রীতি অটুট থাকুক এই প্রত্যাশায় জানিয়েছেন স্থানীয়রা।

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন