সরকারি সফরে কাতার গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (৩ মে) তিনি কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন। এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও কাতারের মধ্যকার সামরিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
আইএসপিআর আরও জানায়, সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৫ মে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।
এর আগে গত ৬ এপ্রিল তিনি সরকারি সফরে রাশিয়া যান এবং ১০ এপ্রিল ক্রোয়েশিয়ায় অবস্থান করেন। প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ বিনিময় এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এসব সফর অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
প্রসঙ্গত, কাতার সফরের কয়েকদিন আগেই দেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশটিতে সফর সম্পন্ন করেছেন। ধারাবাহিকভাবে বাংলাদেশের উচ্চপর্যায়ের এই সফরগুলো কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
পড়ুন: গেজেটেড হলেন সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকরা
দেখুন: ভুয়া ঠিকানা ব্যবহার করে সরকারি চাকরি নেয়ার অভিযোগ |
ইম/