32 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

সিরিয়ায় আসাদ অনুগতদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৭০

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সরকার ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৭০ জনেরও বেশি নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, দামেস্কের নতুন সরকারের প্রতি অনুগত সিরিয়ার নিরাপত্তা বাহিনী দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি উপকূলীয় এলাকায় ক্ষমতাচ্যুত আসাদ সরকারের অবশিষ্টাংশের সাথে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়েছে।  দেশটির লাতাকিয়া প্রদেশে সংঘর্ষের এই ঘটনায় ওই অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে।    

দেশটির সরকারি টেলিভিশনের খবরে বলা হয়, লাতাকিয়া প্রদেশে শুক্রবার সকাল পর্যন্ত সেখানে কারফিউ ঘোষণা করা হয়েছে। গত বছরের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর থেকে সিরিয়ার ইসলামপন্থি সরকারের অনুগত বাহিনীর ওপর এটিই সবচেয়ে সহিংস হামলা। আলাউইট সম্প্রদায়ের প্রাণকেন্দ্র এবং আসাদ পরিবারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উপকূলীয় অঞ্চলে সংঘর্ষ অব্যাহত রয়েছে। 

আলাউইট কর্মীরা জানিয়েছেন, আসাদের ক্ষমতাচ্যুতির পর থেকে তাদের সম্প্রদায় হামলার শিকার হচ্ছে, বিশেষ করে হোমস ও লাতাকিয়ার প্রত্যন্ত অঞ্চলে।

সংঘর্ষের পর সরকারি বাহিনী জাবলেহ শহরের দিকে ব্যাপক সামরিক শক্তি মোতায়েন করেছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে।

সিরিয়াভিত্তিক স্টেপ নিউজ জানিয়েছে, সরকার-সমর্থিত বাহিনী প্রায় ৭০ জন আসাদপন্থি যোদ্ধাকে হত্যা করেছে এবং ২৫ জনের বেশি যোদ্ধাকে আটক করেছে।

তবে বার্তাসংস্থা এএফপির তথ্য অনুযায়ী, সংঘর্ষে আসাদপন্থি ২৮ জন বন্দুকধারী নিহত হয়েছে। সরকারি বাহিনী লক্ষ্যবস্তুতে আক্রমণের জন্য হেলিকপ্টার ব্যবহার করছে বলেও জানানো হয়েছে। তবে বিবিসি এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এনএ/

দেখুন: ভুয়া ঠিকানা ব্যবহার করে সরকারি চাকরি নেয়ার অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন