26.5 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

সরকারের ওপর কৌশলে চাপ বাড়াচ্ছে বিএনপি

নির্বাচন সামনে রেখে কারো সাথে বিরোধে না জড়ানোর কৌশল নিয়েছে বিএনপি। নতুন বছরেই ভোটের জন্য সরকারকে চাপ দিতে মাঠে নামবে দলটি। তার আগে ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত গড়তে শীগ্রই তৃণমুলে যাচ্ছে বিএনপি। নেতারা বলছেন, দ্রুত নির্বাচনী রোড ম্যাপ না হলে মাঠের কর্মসুচিতে যাবে দল।

রাজনৈতিক পটপরিবর্তনের পর আগামী জাতীয় নির্বাচন নিয়ে বেশ তোড়জোড় করে বিএনপি।নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিও করে দলটি।

সরকারের ওপর কৌশলে চাপ বাড়াচ্ছে বিএনপি
সরকারের ওপর কৌশলে চাপ বাড়াচ্ছে বিএনপি

যার ফলে অন্তর্বতীকালীন সরকার,জামায়াতে ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে মতমালিন্য সৃষ্টি হয়।এমন প্রক্ষিতে দলটি কোন বিবাদে না জড়াতে কৌশল নিয়েছে।

দলটির একাধিক সুত্র বলছে দিন যত যাচ্ছে নির্বাচনী বাধা তত বাড়ছে। ৫ আগষ্টের পর সরকারের সাথে জামায়াতের অবস্থান ভালো হচ্ছে।সেই সাথে গণআন্দোলনের নেতাদের সাথে সম্পও খারাপ হচ্ছে বিএনপি।

এমন অবস্থায় ভেবে চিন্তে এগুনোর সিদ্ধান নিয়েছে বিএনপি।সেই লক্ষ্যে নিজেদের অবস্থান জানাতে গত আট আগষ্ট রাজধানীতে বিশাল র‌্যালিও করেছে দলটি।মুলত সবাইকে তাদের অবস্থান জানান দিতেই এ শোভা যাত্রা ছিল।

দেশের চলমান পরিস্থিতি নিয়ে সাবধানী পথে হাটছে বিএনপি।কারো সাথে বৈরিতা না এ সরকারের হাত ধরেই নির্বাচনী সড়কে উঠতে চান তারা।

আর তাই নির্বাচনী চাপ বাড়াতে তৃণমুল পযায়ে জনমত গড়তে চাচ্ছ দল।সেই লক্ষ্যে তাদের ঘোষিত রাষ্ট্রীয় সরস্কারের দফা নিয়ে এগতে চাচ্ছেন তারা।

দলটির নেতারা নাগরিক টিভিকে বলেন, নির্বাচনকে সামনে রেখেই তারা দ্রুত জনগনের কাছে যাবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ

বিএনপি’র স্থায়ী কিমিটর সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দ্রুত নির্বাচনী রোডম্যাপ না হলে জনগনকে নিয়ে নির্বাচনের তাগিদ দেবেন তারা।

বিএনপি নেতারা বলছেন আগামী নির্বাচন নিয়ে এখনো ধোয়াঁশা চলছে কাজেই জনগনকে এ বিষয়ে করতেই তারা মাঠে নামবেন।

টিএ/

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হবে তত ভালো : ড. ইউনূস

দেখুন: কী ভাবছে চট্টগ্রামের তরুণ রাজনীতিকরা? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন