23.3 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

সরকারের ব্যবস্থাপনা ছিল বলেই স্বস্তিতে ঈদযাত্রা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সরকারের ব্যবস্থাপনা ছিল দেখেই স্বস্তিতে ঈদযাত্রা হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আমরা চেষ্টা করতেছি মানুষ যেন ভালোভাবে যেতে পারে এবং ভালোভাবে আবার ফিরে আসতে পারে। 

আজ শনিবার (২৯ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

জাহাঙ্গীর আলম বলেন, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ফাঁকা ঢাকায় কোনো ধরনের নাশকতার হুমকি নেই। কোনো হুমকি থাকলে সেটা সবাইকে নিয়ে মোকাবিলা করা হবে। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণ ষড়যন্ত্র মোকাবিলা করলে কেউ নাশকতা করতে পারবে না।

ঈদে সবাই ছুটি ভোগ করলেও সশস্ত্র বাহিনী, পুলিশ, আনসার ও বিজিবির কোনো সদস্য ছুটিতে যাচ্ছেন না জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে এজন্য তারা কাজ করছেন। 

তিনি আরও বলেন, যারা ঢাকা থেকে যাচ্ছেন এবং যারা ঢাকায় থাকছেন, তাদের সবার নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এনএ/

দেখুন: ৬ মাসে অন্তর্বর্তী সরকারের সাফল্য-ব্যর্থতার সমীকরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন