১৪/০৬/২০২৫, ১৬:০৫ অপরাহ্ণ
34.6 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৬:০৫ অপরাহ্ণ

‘সরকারে থেকে নাহিদরা কেন আ. লীগ নিষিদ্ধের পদক্ষেপ নিলেন না’

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নাহিদ ইসলামকে আমরা জিজ্ঞেস করতে চাই, সরকারে থেকে কেন তারা আওয়ামী লীগ নিষিদ্ধের পদক্ষেপ নিলেন না। আসিফ মাহমুদ ও মাহফুজ আলম কী করলেন।

শনিবার (১০ মে) দুপুরে রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের বিষয়ে তিনি বেলন, ‘আমরা যমুনা কেন ঘেরাও করবো, এটা একটা স্পর্শকাতর জায়গা। ওই জায়গা ঘেরাও করা একটা দায়িত্বশীল দলের কাজ নয়।’

তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হলে দেশ সার্বভৌমত্বের সংকটে পড়বে।

ধারাবাহিক প্রক্রিয়া মধ্যে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধদের দাবি জানিয়ে আসছেন জানিয়ে গণঅধিকার পরিষদ সভাপতি বলেন, ‘অনতিবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করেন। আজকে আমরা যমুনা ঘেরাও করছি না, পরবর্তীতে গণঅধিকার পরিষদ রাজপথে কোনো ছাড় দেবে না।’

উপদেষ্টা পরিষদকে পুনর্গঠনের দাবি জানিয়ে নুর বলেন, ‘দুর্বল উপদেষ্টা পরিষদ দিয়ে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি স্মারকলিপিতে মধ্যে আমরা উপদেষ্টা পরিষদকে পুনর্গঠনেরও দাবি জানিয়েছি।’

পড়ুন: গণঅভ্যুত্থানের সেই ঐক্যে ফাটল সৃষ্টি হয়েছে: নুরুল হক

দেখুন: দুর্নীতির অভিযোগ নিয়ে যা বললেন ভিপি নুর 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন