34 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

সরকারের কর্মকাণ্ড সন্দেহের সৃষ্টি করছে: ফখরুল

সরকারের কর্মকাণ্ড সন্দেহের সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। রাজধানীতে ছাত্রদলের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুলাই-আগষ্ট গণহত্যার সাথে জড়িতরা মাফ চাইলে নির্বাচনে অংশ নিতে পারবে সরকারের এমন বক্তব্য  জনগন মেনে নিবে না বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর খামার বাড়ী কৃষিবিদ ইন্সটিটিউটে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজন করে ঢাকা মহানগর চারটি ইউনিটের সদস্য সংগ্রহ ফরম।

সংগঠনটির সভাপতি মঙ্গলবার কুয়েটে ঘটে যাওয়া ঘটনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, এখন সকলের চাওয়া একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। অন্তর্বতী সরকার সে লক্ষ্যে চেষ্টা করলেও তাদের আন্তরিকতা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে।

সরকার দলগুছানোর জন্য নানা কৌশল অবলম্বন করছেন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, আবারও এক এগারোর দিকে যেতে চাইলে জনগন মেনে নেবেনা।

এখন একটা ক্রান্তিকাল পার করছে দেশ জানিয়ে, বিএনপি মহাসচিব সন্দেহ প্রকাশ করেন সরকার আদৌ নির্বাচন দিতে আন্তরিক কিনা।

এনএ/

দেখুন: যেই সরকারে জামায়াত থাকবে সেই সরকারের অংশ হব না : মান্না 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন