27 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৫

সরকার ছাত্রদের ওপর ত্রাস সৃষ্টি করছে: ফখরুল

সরকার সারা দেশে ছাত্রদের ওপর ত্রাস সৃষ্টি করে দেশকে আবারো অন্ধকারে ঠেলে দিতে চাচ্ছে। কিন্তু এভাবে আন্দোলন দমানো যাবেনা বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (৪ আগষ্ট) সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় সরকারকে পদত্যাগের দাবিও জানান ফখরুল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনসাধারণের ডাকা এক দফা ঘোষণাপত্রের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছে। জাতির এ চরম ক্রান্তিলগ্নে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বিএনপির অঙ্গসংগঠনের সব নেতাকর্মীকে রাজপথে নেমে এসে জনতার সঙ্গে একাত্ম হয়ে গণহত্যাকারী, স্বৈরাচারী সরকারের পতন সফল করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছি।’

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন,সরকার দলীয় সমর্থকরা বিএনপি নেতাকর্মীদের বাড়ীতে হামলা করছে।

সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীকেও জনগনের পক্ষে থাকার আহবান জানান, মির্জা ফখরুল।

এ সরকারকে রুখে দিতে এখনি সব রাজনৈতিক দল পেশাজীবি মানুষকে রাজপথে নামার আহবান জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন