শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের খবরে, আনন্দ মিছিল হয়েছে সারাদেশে। শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও আনন্দ মিছিলে যোগ দিয়েছে। আছেন সাধারণ জনতাও।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলস্রুতিতে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে দেশজুড়ে আনন্দের জোয়ার বইছে। নারায়নগঞ্জে আনন্দ মিছিল করেছেন লাখো জনতা। মিষ্টি খাইয়ে আনন্দ উৎযাপন করেছেন অনেকে।
শেখ হাসিনার পদত্যাগের খবরে রংপুরে আনন্দ মিছিল হয়েছে। হাজার হাজার ছাত্র-জনতার ভীড়ে উত্তাল পুরো এলাকা। একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ উপভোগ করছেন তারা।
ময়মনসিংহে আনন্দ মিছিল করেছে, ছাত্র-অভিভাবক আর সাধারণ মানুষ। মোড়ে মোড়ে মানুষের জমায়েতে মুখোর পুরো জেলা।
সুনামগঞ্জেও চলছে আনন্দ মিছিল আর মিষ্টি বিতরণ। দলে দলে মিছিল নিয়ে শহরের মূল পয়েন্টে হাজির হচ্ছেন মানুষ। আনন্দ মিছিল হয়েছে মৌলভীবাজারের বিভিন্ন এলাকাতেও। মোড়ে মোড়ে ছাত্র-জনতার ভীড়।
পটুয়াখালীতে আনন্দ মিছিল বের করেছে ছাত্র-জনতা। যোগ দিয়েছেন অভিভাবক আর সাধারণ মানুষও। একই পরিস্থিতি কুয়াকাটার। মিষ্টি খাইয়ে ও র্যালি করে আনন্দ উৎযাপন করছেন মানুষ।
কক্সবাজারেও শিক্ষর্থী ও অভিভাবকরা আনন্দ মিছিল করেছেন। ছিলেন হাজার হাজার সাধারণ জনতাও। ভোলায় হয়েছে শিক্ষার্থীদের আনন্দ মিছিল। একে অপরকে খাইয়েছেন মিষ্টি।
জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে সাধারণ মানুষ। গুরুত্বপূর্ণ মোড় আটকে আনন্দ র্যালি করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। আনন্দ মিছিল ও মিষ্টি খাওয়ানো হয়েছে নওগাঁয়। হাজারো মানুষের উপস্থিতিতে হয়েছে র্যালি।
রাজবাড়িতে আনন্দ মিছিল করেছে শিক্ষার্থী ও জনতা। আনন্দ মিছিল হয়েছে শরীয়তপুরেও। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল ও মিষ্টি খাওয়ানোর মত খবর মিলেছে।