দেশের সরকার ভারতের অনুগত। তাই চীনের কাছ থেকে প্রত্যাশার কিছু নেই। বরং, বিদ্বেষ তৈরি হয়েছে। বলছেন, বিএনপি নেতারা। তারা মনে করেন, এশিয়ার দুই পরাশক্তির রেষারেষির যাতাকলে, ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে চলছে নানান বিশ্লেষণ। এ সফরকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা হচ্ছিলো। তিস্তা প্রকল্প, রোহিঙ্গা সংকট, বাণিজ্য-বিনিয়োগ ও ঋণসহ অনেক বিষয়ই এই সফরের আলোচিত বিষয়।
এখন আলাপ চলছে, প্রাপ্তি আর অপ্রাপ্তি নিয়ে। সরকারি দল ফলপ্রসূ সফরের কথা বলেও, বিএনপির মতে, অপ্রাপ্তিই বেশি। নাগরিক টিভিকে তারা বলেন, এই সরকার ভারতের অনুগত। তাই, ভারতের বৈরি দেশ চীন, মুখ ফিরিয়ে নিচ্ছে।
বিএনপি নেতারা মনে করেন, এশিয়ার দুই পরাশক্তির বিরোধে, চরম মূল্য দিতে হতে পারে বাংলাদেশকে।
সরকার দেশের পররাষ্ট্র নীতি ধ্বংস করেছে, যার মাশুল দিতে হবে জনগণকে। বলছেন বিএনপি নেতারা।