২০/০৬/২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ণ

সরাইলে রেষ্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রেষ্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৯ জুন) রাতে উপজেলার পাঠানপাড়া মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ঘন্টা সরাইল লাখাই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

স্থানীয়রা জানায়, সরাইল-লাখাই সড়কের পাঠানপাড়া মোড়ে বেশ কিছু রেষ্টুরেন্ট গড়ে উঠেছে। সেখানে এরাবিয়ান ফুচকা হাউস নামে একটি প্রতিষ্ঠানে কুট্রাপাড়া এলাকার রাব্বি নামের এক যুবক খাবারের পর টিস্যু পেপার চান। তখন রেষ্টুরেন্টে স্টাফ জানান টিস্যু পেপার শেষ হয়ে গেছে। এনিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। তা সমাধান করতে আসলে রেষ্টুরেন্টের মালিক মুজিবুর রহমানের সাথে হাতাহাতি হয়। এরই জেরে কুট্রাপাড়া ও পাঠানপাড়া দুই গ্রাম সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এসময় সরাইল-লাখাই আঞ্চলিক সড়ক রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন