17 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪

সহোদর দুই আ.লীগ নেতার দখলে শতকোটি টাকার সরকারি সম্পত্তি

গাজীপুরে শত কোটি টাকার সরকারি সম্পত্তি দখলের অভিযোগ সহোদর দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। দলীয় প্রভাবে জাল নথিপত্র তৈরি করে কব্জায় নিয়েছেন অঢেল সম্পত্তি। নাগরিক টিভির অনুসন্ধানে মিলেছে এমন তথ্য।

গাজীপুরের শ্রীপুরে প্রায় ১শ কোটি টাকার সরকারী জমি হাতিয়ে নিয়েছেন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন ও তার ছোট ভাই তোফাজ্জল হোসেন। গত ১৫ বছরে দলীয় প্রভাব দেখিয়ে সরকারী নথিপত্র জাল জালিয়াতি করে এসব জমি দখল করেছেন তারা। অনুসন্ধানে মিলেছে তাদের দখলবাজীর তথ্য।

তোফাজ্জল হোসেন তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মোফাজ্জল হোসেন উপজেলা আওয়ামী লীগের নেতা। তাদের বিরুদ্ধে স্থানীয়দের বিস্তর অভিযোগ। ৯২ বছরের সালেহা বেগমের দাবি, বাড়ির জমি দখল করেও ক্ষান্ত হয়নি দুইভাই, বাব-দাদার কবরস্থানও দখলের পায়তারা করে তারা।

উপজেলার গাজীপুর ইউনিয়নের মাওনা গ্রামে ৯ একর সরকারী জমিতে দুই ভাই গড়ে তুলেছেন সন্দীপ এগ্রো ইন্ডাস্ট্রিজ। হামলা মামলা দিয়ে হয়রানী করে জমি থেকে উচ্ছেদ করেছেন কমপক্ষে ২০টি পরিবারকে। তথ্য পাওয়া গিয়েছে, ১২৭ বিঘার প্রকল্পে ৩৬ বিঘা জমিই সরকারি খাস সম্পত্তি।

সরকারী এসব জমির নামজারীতে জড়িত ভূমি অফিসের বেশ কিছু কর্মকর্তা। মোটা টাকার বিনিময়ে সরকারী রেজিষ্টারে রেকর্ড পরিবর্তন করেন তারা।

শুধু তাই নয়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায়ও প্রায় ৫০ কোটি টাকার সরকারী জমি দখলে নিয়ে, গড়ে তুলেছেন সব্বত আলী কাঁচা বাজার।

শুধু সরকারী জমি দখল করেই ক্ষান্ত হয়নি এ ভূমীখেকরা। ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক সংযুক্ত বহু মানুষের ব্যক্তিগত জমিও জবর দখল করেছে তারা।

তবে গত ৫ আগষ্টের পর গা ঢাকা দিয়েছেন তারা। এসব নিয়ে কথা বলতে চাননি সংশ্লিষ্টরা।

বিষয়গুলো নিয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, তবে জানিয়েছেন আগে কে কি করেছে সেটা তিনি জানেন না। কিন্তু এখন আর কেউ ছাড় পাবেনা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন