16 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

সাংবাদিকের দোকান থেকে ২০ লাখ টাকার মালামাল লুট 

দৈনিক সময়ের আলো নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলামের মালিকানাধীন কাঞ্চন বাজারের ফার্নিচার ও ইলেকট্রনিক্সের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দোকান থেকে বিভিন্ন ব্রান্ডের ২৬টি স্মার্ট টেলিভিশনসহ কমপক্ষে ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবী করেছেন প্রতিষ্ঠানের মালিক। গতরাতে উপজেলার কাঞ্চন উত্তর বাজারে এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানের মালিক সময়ের আলো পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলাম জানান, গতরাত ১০ টার দিকে তার মালিকানাধীন জাহিদুল ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্সের কর্মচারীরা দোকান বন্ধ করে বাড়ীতে চলে যায়। রাতের যেকোন সময় একদল ডাকাত দোকানের পিছনে সাটারের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ২৬ টি বিভিন্ন ব্রান্ডের স্মার্ট টেলিভিশন, বৈদ্যুতিক পাখা, রাইস কুকার, ওভেন সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে তিনি দাবী করেন। খবর পেয়ে পু্লিশ ঘটনাস্থল পরিদর্শ করেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি( ভারপ্রাপ্ত)  জোবায়ের হোসেন বলেন, ইলেকট্রনিক্সের দোকানে মালামাল লুটের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন