১০/১১/২০২৫, ২২:৫৫ অপরাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ২২:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন, পরিবারের কাছে হস্তান্তর

বিজ্ঞাপন

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ময়নাতদন্ত শুরু হয়। প্রায় দুই ঘণ্টা পর বেলা ১টার দিকে কার্যক্রম শেষ হলে নৌপুলিশ মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে।

বিভুরঞ্জন সরকারের ভাই চিররঞ্জন সরকার জানান, মরদেহ প্রথমে ঢাকার সিদ্ধেশ্বরী বাসভবনে নেওয়া হবে এবং পরবর্তীতে রাজধানীর সবুজবাগ বরদেশ্বরী কালী মন্দিরে সৎকার সম্পন্ন হবে। যদিও তাদের গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলার উত্তরপাড়ায় অবস্থিত।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শেখ মো. এহসানুল ইসলাম জানান, নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এদিকে কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ পাঠান বলেন, “মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে অফিসে যাওয়ার কথা বলে মোবাইল ফোন বাড়িতে রেখে বের হন সাংবাদিক বিভুরঞ্জন সরকার। পরদিন শুক্রবার (২২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কলাগাছিয়া এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। মৃত্যুর আগে তিনি একটি খোলা চিঠিতে নিজের জীবনের নানা আক্ষেপ ও সংকটের কথা লিখে গিয়েছিলেন, যা একটি গণমাধ্যমে তার শেষ লেখারূপে প্রকাশিত হয়।

পড়ুন: কালীগঞ্জে নার্সিং শিক্ষার্থী শামিমা মৃত্যুর ঘটনা তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

দেখুন: হামাসের রকেট হামলা ঠেকাতে ব্যর্থ কেন ইসরাইল?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন