27 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

সাইফের কথা বলতে গিয়ে মেজাজ হারালেন জ্যাকি শ্রফ!

সাইফের ওপর হামলার বিষয় নিয়ে কথা বলার সময় সংবাদমাধ্যমের উপর মেজাজ হারালেন জ্যাকি। বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ বলেন, এই ঘটনা যে হৃদয়বিদারক তা নিয়ে কোনও সন্দেহ নেই।

সাইফের

সাইফের ওপর হামলার ঘটনায় জ্যাকি বলেন ,

পুরো মুম্বাই শহর আর নিরাপদ নয়। এবার থেকে তারকাদের নিজের ও তাদের পরিবারের নিরাপত্তার বিষয়ে আরও কঠোর হওয়া প্রয়োজন।

প্রসঙ্গত, বিপদ কেটে গেছে, দ্রুত সেরে উঠছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। তিনি বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, সাইফের হামলাকারী গ্রেপ্তার হওয়ার পরই হাসপাতালে যান কারিনা কাপুর। সঙ্গে ছিল তার দুই ছেলে তৈমুর ও জেহ। দুই সন্তানকে দেখভালের লোকজনও ছিলেন সঙ্গে। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই কাপুর পরিবারের নিরাপত্তা আরও জোরদার করা হয়।

আইসিইউ থেকে জেনারেল বেডে নেওয়া হয়েছে সাইফকে
ছবি: সংগৃহীত

প্রসঙ্গত বলিউডের বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ স্বামী দাদাতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু করেন। এরপর হিরো সিনেমাতে মীনাক্ষী শেষাদ্রির বিপরীতে অভিনয় করেন জ্যাকি। এই চলচ্চিত্রটি বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করে।

পড়ুন: বলিউড তারকা সাইফ আলির ওপর হামলাকারী বাংলাদেশি

দেখুন:আবারও কি মা হচ্ছেন কারিনা কাপুর?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন