বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলাকারী যুবককে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম টাইস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বান্দ্রা রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনার সময় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। যদিও তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, বৃহস্পতিবার থেকে মুম্বাই পুলিশের অপরাধ দমন সাত সদস্যের দল গঠন করে চিরুনি অভিযান শুরু করেন। এদিকে শুক্রবার সকালে বান্দ্রা রেলওয়ে স্টেশনে অভিযানের সময় অভিযুক্ত যুবককে ইতস্তত অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা যায়। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে মুম্বাই পুলিশের নজরে আসে এবং গ্রেপ্তার করা হয় তাকে।
প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, অনুপ্রবেশকারী খান পরিবারের কোনো গৃহকর্মীর সঙ্গে পরিচিত ছিল। সম্ভবত সে কারণেই লবির সিসিটিভি ক্যামেরায় ধরা না পড়েই বাড়িতে প্রবেশ করে।
বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। ওই সময় অভিনেতাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর জখম অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে।
পরে অস্ত্রোপচারের মাধ্যমে সাইফের শরীর থেকে ২-৩ ইঞ্চি একটি ধারালো বস্তু বের করেছেন চিকিৎসকরা।
পড়ুন: বাড়িতে ঢুকে সাইফ আলী খানকে ছুরিকাঘাত
দেখুন: কারিনা কাপুরের সাথে চেহারার মিল বললে রেগে যেতেন মডেল হীরা |
ইম/