সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আর জাতীয় দলে নিতে ক্রিকেট বোর্ডকে বারণ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) দেশের একটি বেসরকারি চ্যানেলকে মুঠোফোনে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন তিনি।
ঘটনার সূত্রপাত ফেসবুকে সাকিবের দেয়া এক পোস্টকে কেন্দ্র করে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ফেসবুকে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন সাকিব। এর জের ধরে পোস্ট দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এরপরই পাল্টাপাল্টি ভার্চুয়াল লড়াইয়ে জড়িয়ে পড়েন এই দুজন। এরপর এই সিদ্ধান্তের কথা জানালেন উপদেষ্টা।
মুঠোফোনে টেলিভিশন চ্যানেলটিকে তিনি বলেন, ‘তাকে বাংলাদেশের পতাকা বহন বা দেশের জার্সির পরিচয় বহন করতে দেয়া–এইটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেয়া সম্ভব না। এর পূর্বে এটা আমি এভাবে বোর্ডকে (বিসিবি) না বললেও, এখন বোর্ডের প্রতি আমার সুস্পষ্ট নির্দেশনা থাকবে–সাকিব আল হাসান কখনোই আর বাংলাদেশ টিমে খেলতে পারবেন না।’
এমন সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘যতবার তিনি দেশে আসতে চেয়েছেন এবং খেলার জন্য চেয়েছেন, তিনি আমাকে বলেছেন, “ভাইয়া, আমাকে জোর করে নমিনেশনটা দেয়া হয়েছে। আমি রাজনীতির সঙ্গে জড়িত না, আমি শুধু ইলেকশনটা করেছি এলাকাবাসীর জন্য কাজ করতে চেয়েছি। কিন্তু আসল সত্যটা তো হচ্ছে, তিনি আসলেই আওয়ামী লীগের রাজনীতিটার সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িত, যেটার প্রমাণ আমরা পেলাম।’
প্রমাণ বলতে আসিফ মাহমুদ সাকিবের সেই ফেসবুক পোস্টকেই বুঝিয়েছেন। কিন্তু আত্মপক্ষ সমর্থনে সাকিব বলেছেন ভিন্ন কথা। টিভি চ্যানেলটিকে মুঠোফোনে সাকিব বলেন, ‘সে (শেখ হাসিনা) তো সবসময় সিরিয়াসলি খেলা ফলো করেছে, খেলা দেখেছে বা খেলা ইয়ে করেছে, তাই না? খেলার সঙ্গে যুক্ত ছিল এবং খুব ওতপ্রোতভাবেই যুক্ত ছিল। তো সেখান থেকেই একটা সম্পর্ক হয়েছে। তো এই সম্পর্ক রাজনীতির আগে থেকেই। সেই জায়গা থেকে আমি একজনকে উইশ করতেই পারি। এছাড়া অন্যকোনো উদ্দেশ্য, কাউকে কোনো ইঙ্গিত, কোনোকিছুই না।’
পাঁচ আগস্টের পর সাকিবের নামে দেশে হয়েছে হত্যামামলা। তার বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির অভিযোগ আছে, আছে দুদকের মামলাও। গণঅভ্যুত্থানে লীগ সরকারের পতনের পর আর দেশে ফিরতে পারেননি তিনি। বিদেশের মাটিতে পাকিস্তান ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার পর থমকে গেছে জাতীয় দলের ক্যারিয়ার। ক্রীড়া উপদেষ্টার বক্তব্য অনুযায়ী এবার জাতীয় দলে সাকিবের রাস্তাটা স্থায়ীভাবেই বন্ধ হতে যাচ্ছে।
পড়ুন: তামিমকে সামনে রেখে হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম, দাবি ক্রীড়া উপদেষ্টার
এস/


