১৫/০৬/২০২৫, ৯:০২ পূর্বাহ্ণ
27.9 C
Dhaka
১৫/০৬/২০২৫, ৯:০২ পূর্বাহ্ণ

সাকিব লস অ্যাঞ্জেলেসের দলে নেই

জাতীয় দল থেকে বাদ পড়ার পর বিপিএল, আইপিলে ও কাউন্টি লীগে জায়গা হয়নি সাকিব আল হাসানের। এবার আমেরিকার মেজর লীগ ক্রিকেট থেকেও দু:সংবাদ পেলেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। গত মৌসুমে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেললেও আগামী মৌসুমের জন্য তাকে ছেড়ে দিয়েছে দলটি।

শনিবার মেজর লীগ ক্রিকেটের দলগুলো আগামী মৌসুমের জন্য রিটেইন ক্রিকেটারদের নাম প্রকাশ করে। গতবার শাহরুখ খানের দলে খেলা এই খেলোয়াড়ের নাম দেখা যায়নি তালিকায়। শেষবার তারকা ঠাসা দল হবার পরেও প্লে-অফ পর্বে খেলতে পারেনি দলটি। প্রত্যাশা পূরণে ব্যর্থ হন সাকিব নিজেও। ৪ ম্যাচে সাকুল্যে ৬০ রান করেন এই বাঁহাতি ব্যাটার। বল হাতে নেন একটি মাত্র উইকেট। সাকিব ছাড়াও ড্রাফটের আগে লস অ্যাঞ্জেলেস ছেড়ে দিয়েছে ডেভিড মিলার, জেসন রয় ও অ্যাডাম জাম্পাকে। মাত্র ৩ বিদেশি ক্রিকেটার রয়েছে দলটিতে। তারা হলেন নাইট রাইডার্সের দুই ঘরের ছেলে সুনীল নারাইন, আন্দ্রে রাসেল ও অস্ট্রেলিয়ান বাঁহাতি স্পিনার স্পেনসার জনসন।

অন্যদিকে সান ফ্রান্সেসকো ইউনিকর্নস ও ওয়াশিংটন ফ্রিডম ছেড়ে দিয়েছে যথাক্রমে প্যাট কামিন্স ও ট্রাভিস হেডকে। যদিও এর কারণ পারফর্মেন্স নয়। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেসময়ে মাঠে গড়াবে মেজর সকার লীগ ক্রিকেট। টেস্ট রেখে এই লীগে খেলার সুযোগ নেই তাদের। যদিও স্টিভ স্মিথকে ছাড়েনি ওয়াশিংটন।

এমনিতেও সময়টা ভালো যাচ্ছেনা সাকিব আল হাসানের। ইংল্যান্ডের কাউন্টিতে খেলতে গিয়ে বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে তার। এরপর দুই দফায় পরীক্ষা দিয়েও পাস করতে পারেননি। তাই আগামী এক বছর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে বল হাতে নিতে পারবেন না এই বাঁহাতি।

দেখুন: স্বর্ণের ব্যবসায় ক্ষতি নেই: আমিরাতে সাকিব

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন